ডেস্ক: সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অধিকর্তাদের কার্যকালের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র। সরকারের এহেন সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। সিবিআই এবং ইডিকে কেন্দ্র নিজের মতো পরিচালনা করতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি বিরোধীদের। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার সে পথেই কংগ্রেসও।
বৃহস্পতিবার রণদীপ সিং সুরজেওয়ালার হয়ে শীর্ষ আদালতে আবেদন জমা দেন আইনজীবী অভিষেক জেবারাজ। আবেদনে বলা হয়েছে, “অসৎ পথে তদন্তকারী সংস্থাগুলির শীর্ষকর্তাদের মেয়াদ বাড়ানো হচ্ছে। এতে প্রমাণিত হয় যে তদন্তকারী সংস্থাগুলিকে আদতে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সংস্থাগুলির নিরপেক্ষ তদন্তেরও বিরোধিতা করা হচ্ছে। এমন সিদ্ধান্ত বিচার প্রক্রিয়াকে ব্যর্থ করারই প্রচেষ্টা।”
আরও পড়ুন: জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাজে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, আধিকারিককে ধমক মমতার
ইডি-সিবিআই-এর ডিরেক্টরদের মেয়ার বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। টুইটারে তিনি জানিয়েছেন, এব্যাপারে কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন। তাঁর দাবি অনুযায়ী, কেন্দ্রের পদক্ষেপ সুপ্রিম কোর্টের আগের রায়ের পরিপন্থী।