প্রথম পাতা খবর নোদাখালিতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

নোদাখালিতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

241 views
A+A-
Reset

মালদার পর এবার দক্ষিণ ২৪ পরগনায় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটল। শনিবার সকালে নোদাখালি থানা এলাকার ডোঙারিয়া মনসাতলায় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত হলেন তৃণমূল নেতা কৃষ্ণপদ মণ্ডল।

সূত্রের খবর, এদিন সকালে কৃষ্ণপদ মণ্ডল মোটরবাইকে করে বেরোনোর সময় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, কৃষ্ণপদ মণ্ডল বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে সরে গিয়ে ঠিকাদারি ব্যবসায় মনোযোগ দিয়েছিলেন। ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কোনও কারণে এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

প্রকাশ্যে দিনের আলোয় এই ধরনের শুটআউট ঘিরে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। কিছুদিন আগেই মালদার ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকারকে গুলি করে হত্যা করা হয়েছিল। এছাড়াও কালিয়াচক-১ নম্বর ব্লকের নওদা যদুপুরে তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখের ওপরও হামলা হয়। পরপর এই হামলার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.