257
আবারও অসুস্থ দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। রবিবার সকালে বাড়িতে থাকাকালীন আচমকাই বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
সম্প্রতি তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছিল। সেই কারণেই ফের অসুস্থতার আশঙ্কা করছেন চিকিৎসকরা। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সৌগত। মার্চ মাসে সংসদ ভবন থেকে বেরনোর সময় এবং গত মাসে লোকসভা এলাকায় একটি অনুষ্ঠানে অসুস্থ হয়েছিলেন তৃণমূলের এই প্রবীণ নেতা।