প্রথম পাতা খবর অপরাজিতা বিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ তৃণমূল সাংসদদের

অপরাজিতা বিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ তৃণমূল সাংসদদের

226 views
A+A-
Reset

নয়াদিল্লি: ধর্ষণের মতো গুরুতর অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের সুপারিশ-সহ পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল এখনও আইনে পরিণত হয়নি, কারণ রাষ্ট্রপতির অনুমোদন মেলেনি। এই বিলের দ্রুত অনুমোদনের দাবিতে বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করল তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল।

এই প্রতিনিধি দলে ছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, ৯ জন মহিলা সাংসদ এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। উপস্থিত ছিলেন সায়নী ঘোষ, জুন মালিয়া, দোলা সেন, মহুয়া মৈত্র, সুম্মিতা দেব-সহ অনেকে।

২০২৪ সালের ৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয় অপরাজিতা বিল। তবে, এটি কার্যকর করতে রাষ্ট্রপতির স্বাক্ষর প্রয়োজন। ছয় মাস পেরিয়ে গেলেও অনুমোদন না মেলায়, তৃণমূল সাংসদরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি দ্রুত বিবেচনার অনুরোধ জানান।

সাক্ষাতের পর প্রতিনিধি দল জানায়, রাষ্ট্রপতি ধৈর্যের সঙ্গে তাঁদের বক্তব্য শুনেছেন এবং বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তিনি আশ্বস্ত করেছেন যে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্য বিধানসভায় সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হয়েছিল। এটি দোষী ও ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করবে। কিন্তু রাষ্ট্রপতির অনুমোদন না পাওয়ায় বিলটি আইনে পরিণত করা যায়নি। আমরা রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছি দ্রুত অনুমোদন দেওয়ার জন্য।”

সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিনে তৃণমূলের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.