তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের নিয়ে সভার প্রস্তুতি নেতাজি ইনডোর স্টেডিয়ামে। ছবি: রাজীব বসু
কলকাতা: বৃহস্পতিবার সকাল ১১টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিশেষ সম্মেলন ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক রদবদল হতে পারে কি না, তা নিয়ে জল্পনা চলছে। ২০২৬ বিধানসভা ভোটের রোডম্যাপও উঠে আসতে পারে সভায়। ২১ জুলাইয়ের সমাবেশের আগে প্রচার কর্মসূচি ঘোষণার সম্ভাবনা রয়েছে।
কদিন ধরেই তৃণমূলের সাংগঠনিক রদবদলের সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে। বেশ কিছু মিডিয়া রিপোর্ট থেকে আলোচনায় উঠে এসেছে নানা রকমের মতামত। ২০২৬ বিধানসভা ভোটের আগে দলীয় সংগঠনকে ঢেলে সাজাতে কাকে বাড়তি দায়িত্ব দেওয়া হবে আর কার ডানা ছাঁটা হবে, তাই নিয়ে চর্চা চলছে। কেউ কেউ বলছেন, রাজ্য কমিটি স্তরে হয়তো কিছু সংযোজন–বিয়োজন হতে পারে। যদিও দলীয় সূত্রে এমন কোনো সম্ভাবনার বিষয়ে বিশেষ কিছু স্বীকার করা হয়নি।
ফলে সেসব নিয়ে অনেকের মধ্যে ধোঁয়াশা থাকলেও ২০২৬ সালের ভোটের দিকে তাকিয়ে এই সম্মেলনের পর থেকে নেতা–কর্মীদের ময়দানে নেমে যাওয়ার নির্দেশ দিতে পারেন সর্বোচ্চ নেতৃত্ব— এমনই মনে করছেন অধিকাংশ নেতা। এই সম্মেলনের পর জোড়াফুলের পরবর্তী বড় ইভেন্ট হবে ২১ জুলাইয়ের সমাবেশ। এই দুই ইভেন্টের মধ্যবর্তী পর্যায়ে জনসংযোগ ও প্রচারের কর্মসূচি ঘোষিত হতে পারে নেতাজি ইন্ডোরে।

বুধবার সন্ধ্যায় সভার প্রস্তুতি প্রায় সেরে ফেলেছেন কলকাতার নেতারা। বিকেলের দিকে সভার প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।