বৃহস্পতিবার ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয় বিধানসভা নির্বাচনের ভোটগণনা। শুরুতে পোস্টাল ব্যালট গণনা, এর পর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দেওয়া ভোট গণনা শুরু সকাল সাড়ে ৮টায়।
২০১৮ সালে বামদের কাছ থেকে ত্রিপুরা ছিনিয়ে নেওয়ার পর থেকে বিজেপি ত্রিপুরায় নিজের জমি কতটা শক্তিশালী করেছে, এ বার সেটাই দেখার। ত্রিপুরা এমন একটি রাজ্য যার দিকে জাতীয় স্তরের সকলের চোখ। কারণ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এখানে বিজেপির জয়লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ত্রিপুরা নির্বাচনের ফলাফল বিভিন্ন কারণে তাৎপর্যপূর্ণ। ঐতিহ্যগত প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং বামরা প্রথমবারের মতো রাজ্যের ৬০ আসনের বিধানসভা নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ জানানোর জন্য হাত মিলিয়েছে।
গতবার, ত্রিপুরায় আদিবাসী ভোটের সমর্থনে, বিজেপি এবং ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) বাম দলগুলিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। কিন্তু এ বার ত্রিপুরা রাজপরিবারের সদস্য প্রদ্যোত দেববর্মা তিপ্রা মথা নামে নতুন দল গঠন করেছেন। যা বিজেপির জয়ের পথে বাধা তৈরি করতে পারে বলে অনুমান ওয়াকিবহাল মহলের।