প্রথম পাতা খবর ত্রিপুরা, নাগাল্যান্ডে এগিয়ে বিজেপি জোট, মেঘালয়ে জোর টক্কর এনপিপি-তৃণমূলের

ত্রিপুরা, নাগাল্যান্ডে এগিয়ে বিজেপি জোট, মেঘালয়ে জোর টক্কর এনপিপি-তৃণমূলের

241 views
A+A-
Reset

বৃহস্পতিবার ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয় বিধানসভা ভোটের ফলাফল। এক নজরে আপডেট-

বেলা ১২টা: নাগাল্যান্ডে ২৭টি আসনে এগিয়ে/জয়ী এনডিপি। বিজেপি এগিয়ে ১১টিতে। এনপিএফ এবং কংগ্রেসের পাল্লাভারী যথাক্রমে ১ এবং ২টি আসনে। অন্যান্যরা এগিয়ে/জয়ী ১৯টিতে।

মেঘালয়ে সরকার গঠনের জন্য দরকার ৩১। এনপিপি এখনও এগিয়ে/জয়ী ২৬টিতে। তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস ৫টি করে আসনে। ইউডিপি এবং অন্যান্য ৯টি করে আসনে।

ত্রিপুরায় প্রত্যাবর্তনের আশা শক্ত হল বিজেপির। এগিয়ে ৩৩টিতে। বামফ্রন্ট ১১টিতে এগিয়ে/জয়ী হলেও তৃণমূলের ঝুলি শূন্য।

সকাল ১০টা: নাগাল্যান্ডে এনডিপিপি ও বিজেপি জোট এগিয়ে রয়েছে ৪৬টি আসনে। এনপিএফ এগিয়ে ৩টি আসনে এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে।

মেঘালয়ের ৬০টি আসনের মধ্যে ১৩টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। কনরাড সাংমার দল এনপিপির সঙ্গে তাদের ব্যবধান বেশ কম। তারা এগিয়ে রয়েছে ১৮টি আসনে। বিজেপি এবং কংগ্রেস যথাক্রমে এগিয়ে রয়েছে ১০টি এবং ৭টি আসনে।

ত্রিপুরায় একদিকে ২৫টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে বাম জোট এগিয়ে রয়েছে ২১টি আসনে। ১১ আসনে এগিয়ে তিপ্রা মথা।

আপডেট পড়ুন এখানে: ত্রিপুরা, নাগাল্যান্ডে প্রত্যাবর্তন, মেঘালয়ে ছেড়ে যাওয়া সঙ্গীর সঙ্গে পুনর্মিলন বিজেপি-র!

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.