প্রথম পাতা খবর ত্রিপুরা নির্বাচন : বিজেপির জয় জয়কারেও তৃণমূলের উল্লেখযোগ্য উত্থান

ত্রিপুরা নির্বাচন : বিজেপির জয় জয়কারেও তৃণমূলের উল্লেখযোগ্য উত্থান

324 views
A+A-
Reset

ত্রিপুরা পুরভোটে বিজেপির একচ্ছত্র আধিপত্য কায়েম থাকলেও বেশ কিছু জায়গায় উল্লেখযোগ্যভাবে দ্বিতীয় স্থানে উঠে এল তৃণমূল কংগ্রেস। যেমনটা অনুমান করা হয়েছিল ঠিক সেভাবেই ত্রিপুরার পুর নির্বাচনে সিংহভাগ আসন নিজেদের দখলে রাখল পদ্ম শিবির। বিজেপির কাছে ধোপে টিকল না বামফ্রন্ট, কংগ্রেস বা তৃণমূলের লড়াই।

আগরতলা পুরনিগম নির্বাচনেও বিজেপি প্রায় সিংহভাগ আসনে তাদের অগ্রগমন বজায় রাখল। তবে উল্লেখযোগ্যভাবে আগরতলা পুরসভার নির্বাচনে এবার বেশ কয়েকটি আসনে দ্বিতীয় স্থানে উঠে এল তৃণমূল কংগ্রেস।

এবার ত্রিপুরার পুরভোটে নজর ছিল সারা দেশের। নজর ছিল ত্রিপুরার ভোট পরবর্তী সমীকরণ কী দাঁড়াচ্ছে সেদিকেও। ত্রিপুরায়ইবারর আদৌ তৃণমূল খাতা খুলতে পারবে, নাকি বিরোধী দল হিসেবে ঘুরে দাঁড়াবে বাম ও কংগ্রেস? এই প্রশ্নও ঘুরপাক খাচ্ছিল রাজনৈতীক মহলে।

ত্রিপুরায় মোট ৩৩৪ আসনে বিজেপির পাল্লাই ভারী। আগেই ৩৫ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গিয়েছিল বিজেপি। ২২২টি আসনে ভোট গণনা হয়। সেখানেও বিজেপিরই জয়জয়কার। তবে এই সবকিছু ছাপিয়ে এখন সবার নজর দ্বিতীয় স্থানের দিকে। শেষ পর্যন্ত কে হচ্ছে ত্রিপুরার প্রধান বিরোধী দল, এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় তামাম ত্রিপুরাবাসীর সঙ্গে সঙ্গে সারা দেশের রাজনৈতিক মহল। দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে তৃণমূল এবং বাকি আসনগুলিতে বামেরাই দ্বিতীয় স্থানে রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.