২০১৬ সালের বাতিল এসএসসি প্যানেল ঘিরে উত্তপ্ত রাজ্য। এই পরিস্থিতিতে মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, ৩০ মে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। সেই সঙ্গে চাকরি রক্ষায় রিভিউ পিটিশনও দায়ের করা হবে, তবে তার জন্য অপেক্ষা না করে চাকরিহারাদের পরীক্ষা দিতেই হবে বলেও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, “বললেই হবে না ‘পরীক্ষা দেব না’। সেটা আর চলবে না। চাকরি থাকবে কি না, সেটা নির্ভর করবে কোর্টের নির্দেশ মানার উপর। আমাদের উদ্দেশ্যপ্রণোদিত কিছু নয়। সরকার কোর্টে গিয়ে চাকরি বাতিল করেনি। কিছু স্বার্থান্বেষী মানুষের জন্য আজ এই অবস্থা।”
তিনি আরও বলেন, ‘ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে মাইনে দেওয়া হবে। কিন্তু চাকরি বাঁচাতে হলে নতুন পরীক্ষা দেওয়া ছাড়া উপায় নেই। যাঁদের বয়স ৪০ পার হয়েছে, তাঁদের জন্য বয়সে ছাড় দেওয়ার ব্যবস্থা করা হবে।”
এদিন মুখ্যমন্ত্রী আবেদন রাখেন, “রিভিউয়ের উপর নজর থাকবে। তবে সেটা যদি খারিজ হয়, আর যদি আপনারা পরীক্ষাই না দেন, তাহলে চাকরিতে ফেরার আর সুযোগ থাকবে না। ভয় পাবেন না। আপনাদের পাশে আছি, মানবিক দিকটা তুলে ধরব। কিন্তু কোর্টের নির্দেশ মানতেই হবে।”
সবমিলিয়ে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চাকরিহারাদের পরীক্ষার পথে হাটতে হবে — তা একরকম স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।