ডেস্ক: কলকাতার গড়িয়াহাটের এক বাড়ি থেকে মিলল দুটি মৃতদেহ। গড়িয়াহাট থানা এলাকার কাকুলিয়া রোডের দোতলা একটি বাড়ি থেকে গতকাল গভীর রাতে ষাটোর্ধ্ব দুই ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহ দুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। নিহতদের ঘাড়, কব্জি, পায়ে ধারাল অস্ত্রের ক্ষত রয়েছে। দোতলা বাড়ির একতলা থেকে উদ্ধার করা হয়েছে নিউ টাউনের বাসিন্দা সুবীর চাকীর মৃতদেহ। অন্যদিকে, তাঁর গাড়ি চালকের দেহ মেলে বাড়ির দোতলা থেকে।
খবর পেয়ে ঘটনাস্থল ‘৭৮ এ কাকুলিয়া রোডে’র সেই বাড়িতে পৌঁছে যায় লালবাজারের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। জানা গিয়েছে, মৃত সুবীর চাকি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে নিউটাউনে থাকতেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে তাঁর গড়িয়াহাটের কাকুলিয়া রোডের এই বাড়িটি বিক্রি করার চেষ্টায় ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রবিবার তিনি ও তাঁর গাড়ির চালক গড়িয়াহাটের এই বাড়িটিতে আসেন। বাড়ি বিক্রি সংক্রান্ত কিছু কথা বলার জন্য একাধিক ব্যক্তিও সেদিন গড়িয়াহাটের এই বাড়িতে এসেছিল বলে জানা যায়।
আরও পড়ুন: সুরাটের প্যাকেজিং কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ২
রাতেও তিনি বাড়ি না ফেরায় তাঁর পরিবারের লোকজন গড়িয়াহাট থানায় ফোন করে জানায়, সুবীরবাবুর মোবাইল ফোন বন্ধ। তাঁর ও তাঁর চালকের খোঁজ মিলছে না। রাতে পুলিশ দেহ দুটি উদ্ধার করে। সুবীরবাবু ও তাঁর চালকের মোবাইল ফোনের হদিশ নেই। সুবীর চাকির দেহ পাওয়া গিয়েছে বাড়ির এক তলায়। দোতলায় পড়ে ছিল গাড়ি চালকের দেহ। দুজনেরই দেহ ক্ষতবিক্ষত ছিল।
এখনও পর্যন্ত এর চেয়ে তথ্য পুলিশের হাতে আসেনি। তবে পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সম্পত্তিগত ব্যাপারেই খুন হতে থাকতে পারেন। ঘরের ভিতর থেকে বাড়ির কোনও দলিল বা কাগজপত্র উদ্ধার করা হয়নি।