302
মঙ্গলবার ভোর ৫টা নাগাদ হুগলির সিঙ্গুরের পুরুষোত্তমপুরে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু হল দুই চালকের।
ঘটনায় প্রকাশ, বালি বোঝাই লরি সিঙ্গুরের দিক থেকে বৈদ্যবাটির দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা খালি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত হন লরি দুটির দুই খালাসিও। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনায় দুটি লরির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। বৈদ্যবাটি তারকেশ্বর রোডের উপর ঘটনাটি ঘটায় বন্ধ হয়ে পড়ে রাস্তা দিয়ে গাড়ি চলাচল। সংঘর্ষের আওয়াজে স্থানীয় মানুষ জড়ো হয়ে যান। পুলিশও এসে উপস্থিত হয় ঘটনাস্থলে।
স্থানীয় মানুষ ও পুলিশ বেশ কিছুক্ষনের চেষ্টায় দুটি লরি থেকেই দুই চালক ও দু’জন খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।