রাজ্যের বুকে পুরভোটের ঠিক আগে আগে বিজেপিকে বড়সড় ধাক্কা দিল জোড়া ফুল শিবির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের গড় হিসেবে খ্যাত কাঁথিতে ঘটে এই ঘটনা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কাঁথির দুই প্রাক্তন কাউন্সিলর।
উল্লেখ্য, মাত্রই কয়েকদিন আগে কাঁথির বুকে বেশকিছু বিজেপি কর্মী সমর্থক দলত্যাগ করে শাসকদলে যোগ দেন। যে ঘটনায় স্বাভাবিকভাবেই উল্লসিত তৃণমূল কংগ্রেস। এর ফলে পুরভোটে কাঁথি পুরসভা দখলে রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজ্যের বিরোধী দল নেতার কাছে।
মঙ্গলবার পটাশপুরের বিধায়কের উপস্থিতিতে কাঁথির দুই প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের যোগ দেন। গত বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগেই শুভেন্দু অধিকারীর পথ ধরে এই দুই নেতা বিজেপিতে যোগ দিয়েছিলেন। দুই নেতাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিশেষ ঘনিষ্ঠ বলে পরিচিত।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের জন্য আবেদন করছেন। আরও কয়েজন প্রাক্তন কাউন্সিলরও নাকি লাইনে রয়েছেন।