244
কলকাতা: শনিবার রাতে গুলি চলল নিউটাউনে। ঘটনায় মৃত্যু এক যুবকের। স্থানীয় সূত্রে খবর, নিহত যুবকের নাম নাসিমুদ্দিন খান। তিনি ভাঙড়ের বাসিন্দা। তাঁর ইটের ব্যবসা।
জানা যাচ্ছে, নাসিমুদ্দিন রাতে ইকো পার্কের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় বাইকে চড়ে এসে দু’জন দুষ্কৃতী আচমকাই গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আহত যুবক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইকোপার্ক থানার পুলিশ। সূত্রে খবর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যুবকের বুকে গুলি করা হয়। কী কারণে নাসিমুদ্দিনের উপর হামলা হল, তা দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। তাঁর সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা, যারা গুলি চালিয়েছে তারা পূর্ব পরিচিত ছিল কিনা, সেই বিষয়গুলিও ঘেঁটে দেখা হচ্ছে।