প্রথম পাতা খবর সুপ্রিম নির্দেশে রাজ্যের দুই বিশ্ববিদ্যালয় পেল নতুন উপাচার্য, মুখ্যমন্ত্রীর সুপারিশে মান্যতা

সুপ্রিম নির্দেশে রাজ্যের দুই বিশ্ববিদ্যালয় পেল নতুন উপাচার্য, মুখ্যমন্ত্রীর সুপারিশে মান্যতা

252 views
A+A-
Reset

দীর্ঘ টানাপড়েনের অবসান ঘটিয়ে রাজ্যের দু’টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতের পরামর্শ অনুযায়ী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এবং কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন সঞ্চারী মুখোপাধ্যায়। রাজ্য সরকারের প্রস্তাবিত নামেই সিলমোহর দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

শুক্রবার বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুনানি চলাকালীন, সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, এখনও অবশিষ্ট থাকা ১৫টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য উচ্চ পর্যায়ের কমিটি নাম বাছাই করে আদালতকে জানাবে। এর আগেই দেশের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে ওই কমিটি গঠন করেছিল শীর্ষ আদালত।

প্রসঙ্গত, রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। তার মধ্যে ১৯টি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই নিয়োগ হয়ে গেলেও বাকি ১৭টিতে জট ছিল। কোথাও রাজ্যের তালিকায় দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকা ব্যক্তিকে বেছে নিয়েছিলেন রাজ্যপাল, যা ঘিরে তৈরি হয়েছিল বিরোধ। শুক্রবার আরও দুই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সম্পন্ন হওয়ায় কিছুটা হলেও জট কাটল বলে মনে করছে শিক্ষা মহল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.