ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে ইউক্রেনের ভারতীয় দূতাবাস সে দেশে থাকা ভারতীয় পড়ুয়াদের নির্দেশ দিয়েছিল দেশে ফেরার জন্য । সেই অনুযায়ী, মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে প্রায় ২৪২ জন ভারতীয় পড়ুয়া দেশে ফেরেন।
তবে পুরোদস্তুর যুদ্ধ শুরু হওয়ার ফলে আপাতত অনির্দিষ্টকালের জন্য ইউক্রেনের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ইউক্রেনে থাকা ভারতীয়দের উদ্ধার করতে এয়ার ইন্ডিয়ার বিমান ‘এআই ১৯৪৭’-কে মাঝপথ থেকেই দিল্লি ফিরতে হয়েছে ।
বিশেষ সূত্রের খবর, এখনও প্রায় ১৮ হাজার ভারতীয় ইউক্রেনে আটকে রয়েছেন । রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা অভিযানের কথা ঘোষণার পরেই বদলে গিয়েছে গোটা পরিস্থিতি।
এছাড়াও সেখানে থাকা প্রায় কুড়ি হাজার ভারতীয় সেনার বিষয়েও যথেষ্টই উদ্বিগ্ন ভারত। রাষ্ট্র পুঞ্জের নিরাপত্তা পরিষদেও এই ব্যাপারে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছে দেশের বিদেশ মন্ত্রক।