গৃহযুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে নয়াদিল্লি পৌঁছল ভারতীয় নাগরিকদের প্রথম দলটি। ‘অপারেশন কাবেরীর’ মাধ্যমে এদিন ৩৬০ জন ভারতীয় নাগরিক দেশে পৌঁছলেন। ভারতীয় নাগরিকদের দেশে পা রাখার ছবি টুইট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
সুদান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নিতে ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার (২৪ এপ্রিল) জানিয়েছিলেন যে সুদানের যুদ্ধে আটকে পড়া ভারতীয় নাগরিকদের সরিয়ে নিতে সরকার অপারেশন কাবেরি শুরু করেছে। সেই কর্মসূচির আওতায় ৩৬০ জন যাত্রী নিয়ে দিল্লি পৌঁছাল বিমান।
বুধবার (২৬ এপ্রিল) জেড্ডা থেকে ৩৬০ জন ভারতীয়কে নিয়ে বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় রাত ৯টা নাগাদ। এর আগে, বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরন জেড্ডা থেকে বিমানটি ছাড়ার কথা জানিয়েছিলেন। একই সময়ে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও টুইট করে জানান, ভারত নিজের প্রিয়জনের প্রত্যাবর্তনকে স্বাগত জানায়। অপারেশন কাবেরির অধীনে, ৩৬০ জন ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। প্রথম উড়ানটি নয়াদিল্লি পৌঁছেছে।
বুধবার ভোরে সুদানে আটকে থাকা মোট ১৩৫ জন ভারতীয়কে উদ্ধার করে বায়ুসেনার আইএএফ সি-১৩০জে বিমানে করে সৌদি আরবের জেড্ডায় আনা হয়েছে। মঙ্গলবারই সুদান থেকে দ্বিতীয় দফায় ১৪৮ জন ভারতীয়কে উদ্ধার করে জেড্ডায় আনা হয়। তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন। অন্য় দিকে, নৌসেনার আইএনএস সুমেধাও ২৭৮ জন ভারতীয়কে সুদান থেকে উদ্ধার করে জেড্ডা বন্দরে পৌঁছায়। সেখান থেকেই বুধবার রাতে নয়াদিল্লি।