335
বিজিবিএস-এ আসার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্তু সোমবার সম্মেলনের প্রকাশিত আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রীর নাম নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রাজ্যের শিল্প সম্মেলনে প্রধানমন্ত্রী আসবেন কি না।
বিজিবিএস-এর আসর বসতে চলেছে ২০-২১ এপ্রিল বিশ্ব বাংলা কনভেনশন কেন্দ্রে। এই উপলক্ষ্যে যে আমন্ত্রণপত্র প্রকাশ করা হয়েছে তাতে রাজ্যপাল জগদীপ ধনখড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা অমিত মিত্র, শিল্পমন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নাম রয়েছে। প্রশাসনিক ও রাজনৈতিক মহল মনে করছে প্রধানমন্ত্রী যদি আসতেন, তাহলে আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রীর নাম লেখা থাকাটা উচিত ছিল।