প্রথম পাতা খবর পরিচয় লুকিয়ে কোনো মহিলাকে বিয়ে করলে ১০ বছর পর্যন্ত জেল, কড়া পদক্ষেপ কেন্দ্রের

পরিচয় লুকিয়ে কোনো মহিলাকে বিয়ে করলে ১০ বছর পর্যন্ত জেল, কড়া পদক্ষেপ কেন্দ্রের

505 views
A+A-
Reset

নয়াদিল্লি: পরিচয় গোপন করে বিয়ে, পদোন্নতি অথবা চাকরির মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার ঘটনা রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। পরিচয় গোপন করে কোনো মহিলাকে বিয়ে অথবা তাঁর সঙ্গে সহবাসের ঘটনায় ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের সুপারিশ করে একটি বিল পেশ করা হয়েছে শুক্রবার।

১৮৬০ সালের ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) সংশোধনের জন্য ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) বিল উত্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ সম্পর্কিত বিধিগুলিতে বিশেষ ভাবে আলোকপাত করা হয়েছে।

বিল পেশ করার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মহিলাদের বিরুদ্ধে অপরাধ এবং তাদের মুখোমুখি হওয়া অনেক সামাজিক সমস্যার সুরাহা করা হয়েছে এই বিলে। এই প্রথম বার, পরিচয় গোপন করে বিয়ে, চাকরি, পদোন্নতির মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিয়ে এবং কোনো মহিলার সঙ্গে সহবাস অপরাধ হিসেবে গণ্য হবে”।

উল্লেখযোগ্য ভাবে, বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের ভিত্তিতে মহিলাদের ধর্ষণের দাবি করা অগুন্তি মামলা চলছে দেশের বিভিন্ন আদালতে। কিন্তু, আইপিসি-তে এর জন্য কোনো নির্দিষ্ট বিধান নেই।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.