আজ কলকাতায় পুজোর পদযাত্রা, তৎপর কলকাতা পুলিশ

কলকাতা: এক মাস আগেই রাজ্যে শুরু দুর্গোৎসব। বৃহস্পতিবার শহরে বিশাল মিছিলের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে এ দিনের পদযাত্রা।

দুর্গাপুজোর ধন্যবাদজ্ঞাপক পদযাত্রা ঘিরে তৎপর কলকাতা পুলিশ। কলকাতার বেশ কিছু রাস্তায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশ সূত্রের খবর, দুপুর বারোটার পর থেকে বিকেল পর্ষন্ত মিছিল বুঝে কলকাতার বেশকিছু রাস্তায় যান চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে গাড়ির অভিমুখ ঘুরিয়ে দেওয়া হবে অন্য দিকে। থাকছে কড়া নিরাপত্তাও।

বৃহস্পতিবার মিছিল শুরু হবে গিরিশ পার্ক থেকে। মূলত সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে যাবে মিছিল। মিছিল পৌঁছবে ডোরিনা ক্রসিংয়ে। রেড রোডে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সে ক্ষেত্রে উত্তর কলকাতায় যেতে ধরতে হবে বেন্টিঙ্ক স্ট্রিট, রবীন্দ্র সরণি, স্ট্র্যান্ড রোড। স্ট্র্যান্ড রোডে কোনও পার্কিং থাকবে না। দুপুর ১টা থেকে ৪টে পর্যন্ত বন্ধ থাকবে সেন্ট্রাল অ্যাভিনিউ। শিয়ালদহগামী বাস এজেসি বোস রোড বা এপিসি রোড ধরবে। হাওড়া যেতে হলে ধরতে হবে স্ট্র্যান্ড রোড। আজ রেড রোড ২৪ ঘণ্টাই বন্ধ থাকবে। পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি বুঝে ট্রাফিকের অভিমুখ ঘোরানো হবে।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে