প্রথম পাতা খবর হরিয়ানা নির্বাচনের ফলাফল নিয়ে “বিভ্রান্তি”, কংগ্রেসের অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে

হরিয়ানা নির্বাচনের ফলাফল নিয়ে “বিভ্রান্তি”, কংগ্রেসের অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে

210 views
A+A-
Reset

নয়াদিল্লি: হরিয়ানা নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি নিয়ে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। দলীয় নেতা জয়রাম রমেশ জানিয়েছেন যে, ফলাফল প্রকাশে সঠিক সময়সীমা মানা হচ্ছে না।

কংগ্রেস দাবি করছে যে, জম্মু ও কাশ্মীর নির্বাচনের তুলনায় হরিয়ানার ফলাফল ও লিড আপলোড এবং প্রকাশের ক্ষেত্রে বড় রকমের ধীরগতি দেখা যাচ্ছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, “আমরা অভিযোগ জানাচ্ছি এবং আশা করি নির্বাচন কমিশন আমাদের প্রশ্নের উত্তর দেবে। ১০-১১ রাউন্ডের ফলাফল প্রস্তুত আছে, কিন্তু মাত্র ৪-৫ রাউন্ডের আপডেট সাইটে দেওয়া হয়েছে।”

টুইটারে (এক্স) তিনি লিখেছেন, “লোকসভা নির্বাচনের মতো, হরিয়ানাতেও আমরা ফলাফল আপলোডের ক্ষেত্রে ধীরগতি লক্ষ্য করছি। বিজেপি কি পুরনো এবং বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে চাইছে?”

প্রথম দিকে পোস্টাল ভোট গণনার সময় কংগ্রেস এগিয়ে ছিল, কিন্তু মধ্যাহ্নের দিকে বিজেপি পাল্টা লড়াই করে লিড নেয়। দুপুর পর্যন্ত বিজেপি ৪৮টি আসনে এগিয়ে ছিল, যা সংখ্যাগরিষ্ঠতার থেকে দুইটি বেশি।

দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে প্রাথমিক উদযাপন বন্ধ হয়ে যায়, কারণ দলটি জম্মু ও কাশ্মীর নির্বাচনে জয়ের পথে থাকলেও হরিয়ানায় তৃতীয় পরাজয়ের সম্ভাবনা দেখতে শুরু করে। তবে জয়রাম রমেশ আত্মবিশ্বাসী থাকেন। তিনি বলেন, “বিপর্যস্ত হওয়ার কোনও কারণ নেই। মাইন্ড গেম চলছে, তবে আমরা নিশ্চিতভাবে সরকার গঠন করব।”

বিজেপির নেতা সুধাংশু ত্রিবেদী কংগ্রেসের এই অভিযোগের প্রতিক্রিয়ায় বলেন, “কংগ্রেস যদি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলতে শুরু করে, তবে বুঝতে হবে তারা পরাজয় স্বীকার করে নিয়েছে। বর্তমান প্রবণতা অনুযায়ী আমি মনে করি আমরা গুরুত্বপূর্ণ জয়ের দিকে এগিয়ে যাচ্ছি, এবং কংগ্রেস ভবিষ্যতের পরাজয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.