প্রথম পাতা খবর আজ সংসদে বাজেট পেশ নির্মলা সীতারমনের

আজ সংসদে বাজেট পেশ নির্মলা সীতারমনের

173 views
A+A-
Reset

নয়াদিল্লি: আজ, শনিবার সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটি হবে তাঁর টানা অষ্টম বাজেট বক্তৃতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে এটি প্রথম পূর্ণাঙ্গ বাজেট, তাই সাধারণ মানুষ থেকে শিল্প মহল, সকলের মধ্যেই প্রত্যাশার পারদ চড়েছে।

আজ সকাল ১১টা নাগাদ সংসদে বাজেট বক্তৃতা শুরু করবেন নির্মলা সীতারামন। তার আগে প্রথামাফিক রাষ্ট্রপতির কাছে গিয়ে বাজেট পেশের অনুমতি নেবেন তিনি, তারপর সংসদের উদ্দেশ্যে রওনা দেবেন।

প্রথা অনুযায়ী, বাজেট পেশের আগে শুক্রবার পেশ করা হয়েছে অর্থৈতিক সমীক্ষা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা রিপোর্ট অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হতে পারে ৬.৩ থেকে ৬.৮ শতাংশ। অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষের ত্রৈমাসিক ভিত্তিক বিশ্লেষণ এবং জাতীয় আয়ের তথ্যের প্রবণতা বিশ্লেষণে দেখা গিয়েছে যে সমস্ত সেক্টর ভালো পারফর্ম করছে। দেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কোভিড পূর্ববর্তী পর্যায়ে পৌঁছেছে। এদিকে কৃষি ক্ষেত্রও ভালো পারফর্ম করছে।

গত বছর তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। এই সরকারের এটি দ্বিতীয় বাজেট। এর আগে নির্মলা সীতারামন ছ’বার পূর্ণাঙ্গ বাজেট ও দু’বার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.