প্রথম পাতা খবর আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

316 views
A+A-
Reset

কলকাতা: বীরভূমের সিউড়িতে শুক্রবার হাইভোল্টেজ সভা। আসছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সভায় এসে কী বার্তা দেন অমিত শাহ সে দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা।

এই বছরেই রয়েছে পঞ্চায়েত ভোট। বছর ঘুরলে লোকসভা নির্বাচন। তার আগে শাহি সফর ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এরই মধ্যে এ দিন দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ দুর্গাপুর বিমানবন্দরে পৌঁছবে শাহের বিমান। এর পর সেখান থেকে দুপুর ১২টা ২৪ মিনিট নাগাদ ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে করে রওনা দেবেন তিনি। দুপুর পৌনে ১টা নাগাদ পৌঁছবেন বীরভূমের সিউড়ি হেলিপ্যাডে। দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ সিউড়ি হেলিপ্যাড থেকে সড়কপথে রওনা দেবেন বীরভূমে সার্কিট হাউসের উদ্দেশে। সেখানে মধ্যাহ্নভোজ সারবেন তিনি।

অমিত শাহের সভা উপলক্ষ্যে একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। ত্রিস্তর নিরাপত্তা বলয় থাকবে মঞ্চতে ঘিরে। একেবারে প্রথম স্তরে থাকবেন এনএসজি কমান্ডোরা। তারপরের স্তরে থাকবেন কেন্দ্রীয় বাহিনী। তারপরের স্তরে থাকবেন রাজ্য পুলিশের কর্মী আধিকারিকরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.