নিউটাউনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল শুক্রবার সকালে। পুলিশ সূত্রে খবর, নিউটাউন বন্দের মোড় থেকে ঘূণি যাওয়ার রাস্তার পাশে এক নির্জন জায়গায় পাওয়া যায় দেহটি। খবর পেয়ে ইকোপার্ক থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশের অনুমান রাতের অন্ধকারে কেউ বা কারা ফেলে দিয়ে গিয়েছিল দেহটি। সূত্রের খবর মৃতদেহের হাতে দড়ি দিয়ে বাধার দাগ রয়েছে। পাশাপাশি ওই ব্যক্তির মুখে একাধিক জায়গায় ক্ষত চিহ্ন আছে। যদিও ওই ব্যক্তির হাতে সোনার আংটি ও ঘড়ি ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ।
যে এলাকা থেকে দেহটি উদ্ধার হয়েছে, সেই রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। শুক্রবার সকালে এলাকাবাসীরাই দেহটি প্রথম দেখতে পান। এরপরই ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে কী কারণে এবং কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, অন্য কোথাও খুন করে দেহটি এখানে ফেলে গিয়েছে। তবে এখন ওই ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা করছে ইকোপার্ক থানার পুলিশ।
সূত্রের খবর, তদন্তে নেমে ওই এলাকার রাস্তার লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে বৃহস্পতিবার গভীর রাতে একটি গাড়ি এসে দেহটি ফেলে চলে যায়। তবে গাড়িতে কারা ছিল, তা চিহ্নিত করা সম্ভব হয়নি। ক্যামেরার নাইট ভিসন স্পষ্ট না থাকায় দুষ্কৃতীদের মুখ ভালোভাবে বোঝা যায়নি।