প্রথম পাতা খবর ফের উত্তপ্ত ভাঙড়! তৃণমূল নেতা-কর্মীদের উপর বোমা, কাঠগড়ায় আইএসএফ

ফের উত্তপ্ত ভাঙড়! তৃণমূল নেতা-কর্মীদের উপর বোমা, কাঠগড়ায় আইএসএফ

301 views
A+A-
Reset

কলকাতা: আগামী শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। তার কয়েক ঘণ্টা আগে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। তৃণমূল নেতা-কর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। জখম হয়েছেন আরও অন্তত ১০ জন।

ভোটের এক দিন আগে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে ভাঙড়ে। উত্তর কাশিপুর থানার বানিয়ারা এলাকার ঘটনা। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকার রাজনৈতিক মহলে। সূত্রের খবর, দলীয় কর্মসূচি মিটিয়ে বাড়ি ফিরছিলেন এলাকার তৃণমূল নেতা রফিক খান। সঙ্গে ছিলেন দলেরই বেশ কিছু কর্মী। তখনই হামলার ঘটনা ঘটে।

ঘটনায় মোট পাঁচজন গুরুতরভাবে জখম হয়েছেন বলে খবর। আহতদের উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। গুরুতর আহতদের কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। আহতদের দেখতে হাসপাতালে যান ভাঙড়ের পর্যবেক্ষক তথা বিধায়ক শওকত মোল্লা।

তৃণমূলের অভিযোগ, গোটা ঘটনার পিছনে হাত রয়েছে আইএসএফের। যদিও অভিযোগ অস্বীকার করে আইএসএফ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি বলেই পালটা অভিযোগ তাদের। কাশীপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.