শান্তি চায় ইউক্রেন, তাই যুদ্ধ থামাতে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাইলেন ইউক্রেনের রাষ্ট্রদূত ইগোর পোলিখ। তাঁর আর্জি, পুতিনের সঙ্গে কথা বলুক ভারত। কূটনৈতিক মহলের অভিমত, মস্কো-নয়াদিল্লির সুসম্পর্কের কথা মাথায় রেখেই এই সহায়তা চাইলেন ইউক্রেনের রাষ্ট্রদূত। তাঁর দাবি, ইউক্রেনের উপর হামলা থামাতে মস্কোর সঙ্গে অবিলম্বে কথা বলুক নয়াদিল্লি। বন্ধ হোক এই হামলা ।
রুশ প্রেসিডেন্ট পুতিন বৃহস্পতিবারই ইউক্রেনের দোনাসক এবং লুহানসককে স্বাধীন বলে ঘোষণা করেছেন। নবগঠিত এই এলাকার অজুহাতে বৃহস্পতিবার সকাল থেকেই হামলা শুরু করে রাশিয়া। সকাল থেকেই রাজধানী কিয়েভ এবং খারকিভে গোলাবর্ষণ শুরু করে রুশ বাহিনী।
সামরিক আইন অনুযায়ী, পালটা হামলার নির্দেশ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির। ইতিমধ্যেই মারিউপোল এবং ওডেসার সৈকতে পৌঁছে গিয়েছে রুশ বাহিনী। সঠিক লক্ষ্যভেদের উদ্দেশে রাশিয়া উন্নতমানের সমরাস্ত্র ব্যবহার করছে বলে দাবি করা হয়েছে।
অপরদিকে, রাষ্ট্রসংঘ ও বাইডেনকে পুতিনের নাক না গলানোর হুঁশিয়ারি। রাষ্ট্রসংঘের ভারতীয় প্রতিনিধি টিএস তিরুমূর্তি যুদ্ধের পথে না এগিয়ে এখনই সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে নিয়ে আলোচনায় বসতে আবেদন করেছেন। একমাত্র বৈঠকের মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব বলে ভারত মনে করে। কূটনৈতিক মহলের অভিমত, আন্তর্জাতিক সম্পর্কের কারণেই ভারত ইউক্রেন-রুশ কোনও পক্ষকেই সমর্থন করেনি। আবার বিরোধিতাও করেনি। সম্প্রতি ফ্রান্সে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও একই কথা বলেছিলেন।