ব্যারাকপুর: উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর ঘটনায় এ বার পুলিশের জালে এক জন। দিন তিনেক আগে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার হয়েছিল তাঁর নিজের বাড়ি থেকে। সেই সঙ্গে উদ্ধার হয়েছিল একটি আড়াই পাতার সুইসাইড নোট, যা থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
সুইসাইড নোটের সূত্র ধরে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা নাম জয়শ্রী দাস, শুভজিৎ বিশ্বাস এবং শুক্লা বিশ্বাস। পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় জয়শ্রী দাস, শুভজিৎ বিশ্বাস ওরফে সন্তু এবং শুক্ল বিশ্বাসের নাম লিখে গিয়েছিলেন। তদন্তের ভিত্তিতে এই তিনজনকে প্রথমে আটক করা হয় এবং পরে বারাকপুরের দিঘিরপাড় এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
তদন্তকারীদের দাবি, সুইসাইড নোটে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, অভিযুক্তরা তাঁকে মোবাইলে কিছু ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করতেন এবং টাকা দাবি করতেন। টাকা দিতে দেরি হলে সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। এইভাবে ব্ল্যাকমেলের শিকার হয়ে তিনি ধার করেও টাকা জোগাড় করতে বাধ্য হন।
ব্ল্যাকমেলের জেরে বাজার থেকে নেওয়া টাকার লোনের পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল। চিঠিতে তিনি লিখে যান, জয়শ্রী দাস এবং তাঁর সঙ্গীদের গ্রেফতার করে টাকা মিটিয়ে দিতে।