প্রথম পাতা খবর উত্তরপ্রদেশে কৃষক-হত্যা নিয়ে দেশ জুড়ে নিন্দা, ঘটনাস্থলে যাচ্ছেন বিরোধীরা, আটকানো হল প্রিয়াঙ্কা গান্ধীকে

উত্তরপ্রদেশে কৃষক-হত্যা নিয়ে দেশ জুড়ে নিন্দা, ঘটনাস্থলে যাচ্ছেন বিরোধীরা, আটকানো হল প্রিয়াঙ্কা গান্ধীকে

295 views
A+A-
Reset

ডেস্ক : রবিবার উত্তরপ্রদেশে গাড়ি চাপা দিয়ে কৃষক-হত্যার ঘটনায় দেশজুড় নিন্দার ঝড় উঠছে যোগী সরকারের বিরুদ্ধে। ঘটনাস্থলে যচ্ছেন বিরোধীরা।  

রবিবার রাতেই লখিমপুর খেরিতে যাওয়ার চেষ্টা করেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু তাঁকে আটক করে পুলিস।

১০ মাসব্যাপী চলা কৃষক আন্দোলন পরিদর্শনে গিয়েছিলেন দুই মন্ত্রী। সে পরিদর্শনকে ঘিরে উতপ্ত হয়ে ওঠে লখিমপুর। কৃষকরা তাকে ঢুকতে বাধা দেন। এই বিক্ষোভে ৮জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪জন কৃষক।

জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী কেশভ মৌর্য্য আন্দোলনস্থল পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তাদের পথ আটকানোর জন্য আগে থেকে জমা হয়েছিলেন আন্দোলনকারীরা। বিক্ষোভের জেরে মন্ত্রীদের গাড়ি পিছনে ফিরিয়ে নেওয়া হয়। একটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ারও ছবি দেখা গিয়েছে।

কৃষক ইউনিয়নের নেতা ডা: দর্শন পাল জানিয়েছেন,‘‘ হেলিপ্যাডেই মন্ত্রীদের ঘেরাও করার জন্য আগে থেকে কৃষকরা দাঁড়িয়েছিলেন।  তাদের চাপে মন্ত্রীদের গাড়ি ঘুরিয়ে নেওয়া হয়। আন্দোলনকারীও ফিরে আসছিলেন। হঠাৎ দেখা যায় তিনটি গাড়ি কৃষকদের দিকে ধেয়ে আসছে। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আরও একজনের মৃত্যু হয়।’’

কৃষকদের দিকে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠছে কেন্দ্রীয়মন্ত্রী অজয় মিশ্রের ছেলের দিকে। মন্ত্রী অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি অশান্তির সময় তাঁর ছেলে ঘটনাস্থলে ছিল না। কিছু দুষ্কৃতী তলোয়ার ও লাঠি নিয়ে হামলা চালায়। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.