উত্তরকাশী: অন্ধকূপ থেকে একে একে বের করে আনা হবে উত্তরকাশীর সুড়়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের। গত ১২ নভেম্বর, দীপাবলির দিন থেকে ওই নির্মীয়মান টানেলে আটকে ছিলেন ৪১ জন শ্রমিক।
মঙ্গলবার সকালে উত্তরকাশীর ধ্বংসস্তূপের খুব কাছেই পৌঁছে গিয়েছিলেন উদ্ধারকারী দল। এর পর খুব দ্রুত শ্রমিকদের বের করে আনার চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়ে যায়। দুর্ঘটনার পর ১৭তম দিনে সফলতা পেতে চলেছে উদ্ধার অভিযান। শ্রমিকরা ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করবেন। একটি সূত্রে বিকেল ৪টা নাগাদ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, শ্রমিকদের থেকে উদ্ধারকারীদের ব্যবধান মাত্র ২ মিটারের। এই খননকাজ শেষ হলেই পাইপের মাধ্যমে অন্ধকার সুড়ঙ্গ থেকে শ্রমিকদের বের করে আনা হবে। মূল সুড়ঙ্গের মুখে শ্রমিকদের স্বাস্থ্যপরীক্ষা করবেন চিকিৎসকরা।
উত্তরকাশীর এই টানেলের ধ্বংসস্তূপ সরাতে নতুন একটি মার্কিন ড্রিলিং মেশিন আনা হয়েছিল। আরও একটি ছ’ মিটার পুরু ড্রিল করা হয় এই মেশিনটির সাহায্যে। পাহাড়ের দিকে এই খননকার্য চালানো হয়। কিন্তু সেই মেশিন ভেঙে যায়। তার পরে মানুষ দিয়ে শুরু হয় খননকাজ।
স্ট্রেচার, অক্সিজেন সিলিন্ডার ছিলই, সুড়ঙ্গের বাইরে তৈরি রাখা হয়েছে অ্যাম্বুল্যান্স। উদ্ধার করে আনার পর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের চিকিৎসায় একটি হাসপাতালও তৈরি রাখা হয়েছে। ১৬ দিন পর সুস্থ এবং অক্ষত অবস্থায় শ্রমিকদের উদ্ধার করে নিয়ে আসার চূড়ান্ত খবরের জন্য কান পেতে রয়েছে গোটা দেশ।