প্রথম পাতা খবর বৈষ্ণোদেবী যাত্রায় ভয়াবহ ধস, মৃত্যু অন্তত ৩১! সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বৈষ্ণোদেবী যাত্রায় ভয়াবহ ধস, মৃত্যু অন্তত ৩১! সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

99 views
A+A-
Reset

জম্মু ও কাশ্মীরে বৈষ্ণোদেবী যাত্রাপথে ভয়াবহ ভূমিধসে মৃত্যু হয়েছে অন্তত ৩১ জন পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও অনেকে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা, চলছে জোরকদমে উদ্ধারকাজ। ইতিমধ্যেই বৈষ্ণোদেবী যাত্রা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে, অর্ধকুয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে। পাহাড়ের ঢাল থেকে হঠাৎ নেমে আসে বিশাল পাথর ও বোল্ডার। আচমকা বিপর্যয়ে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মঙ্গলবার প্রথমে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বুধবার সকালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১-এ।

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন— “এত মানুষের প্রাণহানি আমাকে শোকাহত করেছে। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। মা বৈষ্ণোদেবী ওদের দ্রুত সুস্থ করুন।” পাশাপাশি, জম্মু ও কাশ্মীরের প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

শুধু বৈষ্ণোদেবী যাত্রাপথই নয়, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে গোটা জম্মু ও কাশ্মীর। কাঠুয়া, ডোডা, জম্মু, সাম্বা, রামবান ও কিস্তওয়ার— একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। মঙ্গলবার ডোডায় মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ হড়পা বান দেখা দেয়। এতে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের, নিখোঁজ বহু।

পরিস্থিতি এতটাই ভয়াবহ যে নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। ডোডা জেলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলি কার্যত ভেঙে পড়েছে। তাউই নদীর জল বিপজ্জনক ভাবে বেড়ে গিয়েছে। রাতভর বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। ধসপ্রবণ এলাকা থেকে ইতিমধ্যেই মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।

প্রশাসনের তরফে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.