প্রথম পাতা খবর আবারও বন্দে ভারত এক্সপ্রেসে পাথর, কেন বারবার হামলার শিকার এই ট্রেন

আবারও বন্দে ভারত এক্সপ্রেসে পাথর, কেন বারবার হামলার শিকার এই ট্রেন

248 views
A+A-
Reset

শুক্রবার ফের হামলা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসে। ছোড়া হয়েছে পাথর। আরপিএফ সূত্রে খবর, এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ডাউন বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটে। এ বার তিতলা এবং ডালখোলা স্টেশনের মধ্যবর্তী জায়গায় ওই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনায় প্রকাশ, বিকাল ৫টা ৫৫ নাগাদ মালদা টাউনে ঢোকে ডাউন বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু, সেখানে ঢুকতেই আরপিএফের নজরে আসে ট্রেনের সি-৬ কামরার ৭০ ও ৭২ নম্বর সিটের কাছে একটি জানলার কাচে চিড় ধরেছে। এ দৃশ্য দেখে কী ঘটছে তা অনুমান করতে অসুবিধা হয়নি রেল পুলিশের। এ খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে।

প্রসঙ্গত, যাত্রী পরিষেবার শুরু থেকেই এই ট্রেনে একাধিক বার পাথর ছোড়ার ঘটনা ঘটে। প্রথমবার মালদহ ঢোকার পথে কুমারগঞ্জ, ঠিক তার পরদিন নিউ জলপাইগুড়ি স্টেশন বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.