সফরের সময় কমিয়ে যাত্রীদের জন্য স্বাচ্ছন্দ্য এনেছে ভারতের সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। নতুন নতুন রুটে চালু হচ্ছে এই ট্রেন। একই সঙ্গে বাড়ছে এই ট্রেনে পাথর ছোড়ার ঘটনাও। দুষ্কর্মকারীদের সতর্ক করে দিয়ে রেলওয়ে মনে করিয়ে দিয়েছে, অপরাধী প্রমাণিত হলে এই ঘটনায় পাঁচ বছরের জেল হতে পারে।
সাউথ সেন্ট্রাল রেলওয়ে (SCR) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, ট্রেনে পাথর নিক্ষেপ করা একটি ফৌজদারি অপরাধ। রেলওয়ে আইনের ১৫৩ ধারার অধীনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যার শাস্তি পাঁচ বছর পর্যন্ত হতে পারে।
হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর একাধিক বার খবরে উঠে এসেছে এই ট্রেনে পাথর ছোড়ার ঘটনা। একই ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন রাজ্যেও। এখন তেলঙ্গানার বিভিন্ন জায়গা থেকে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর নিক্ষেপের বেশ কয়েকটি ঘটনার খবরের শিরোনামে উঠে এসেছে। এমন পরিস্থিতি রেলের এই সতর্কতা।
রেলের সূত্র অনুযায়ী, সাম্প্রতিক সময়ে, বন্দে ভারত ট্রেনগুলিকে লক্ষ্যবস্তু করছে দুষ্কর্মকারীরা। চলতি বছরের জানুয়ারি থেকে এমন ৯টি ঘটনার খবর পাওয়া গেছে। এ ধরনের ঘটনা রুখতে সচেতনতামূলক প্রচারাভিযান এবং ট্র্যাকের কাছাকাছি গ্রামের প্রধানদের সঙ্গে যোগাযোগ প্রক্রিয়া চালাচ্ছে রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF)।