প্রথম পাতা খবর এ বার উত্তরপাড়ায় তৈরি হবে বন্দে ভারত স্লিপার ট্রেন, থাকছে সর্বাধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা

এ বার উত্তরপাড়ায় তৈরি হবে বন্দে ভারত স্লিপার ট্রেন, থাকছে সর্বাধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা

294 views
A+A-
Reset

বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরির কাজ শুরু হচ্ছে বাংলায়। হুগলির উত্তরপাড়ায় তৈরি হচ্ছে অত্যাধুনিক এই ট্রেনের প্রোডাকশন লাইন। ভারতীয় রেলের তরফে ৮০টি ট্রেন নির্মাণের দায়িত্ব পেয়েছে টিটাগড় রেল সিস্টেম লিমিটেড ও ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের যৌথ সংস্থা।

এই কারখানাটিই দেশের একমাত্র সংস্থা, যেখানে একই ছাদের তলায় তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম ও স্টেনলেস স্টিলের কোচ। ইতিমধ্যেই নির্মাণ পর্বে ঢুকে পড়েছে এই প্রকল্প। আশা করা হচ্ছে, ২০২৬ সালের মধ্যেই রেললাইনে দেখা যাবে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন।

এখনও পর্যন্ত শুধুই এসি চেয়ারকার যুক্ত বন্দে ভারত ট্রেন চলাচল করছে। এবার রাতের যাত্রার জন্য আসছে স্লিপার কোচ। ট্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিমি গতিতে ছুটবে, ১৫ ঘণ্টায় পাড়ি দেবে ১৪৪৯ কিমি। থাকছে সর্বাধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা।

এই উদ্যোগ ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের একটি বড় পদক্ষেপ বলেই মনে করছেন টিটাগড় রেল সিস্টেমের ভাইস চেয়ারম্যান উমেশ চৌধুরি। তাঁর কথায়, “এটি শুধু বাংলার নয়, গোটা দেশের জন্য গর্বের বিষয়।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.