প্রথম পাতা খবর ‘ভোট পরবর্তী অশান্তি’ মামলার রায়ে ‘খুশি নন’ সৌগত

‘ভোট পরবর্তী অশান্তি’ মামলার রায়ে ‘খুশি নন’ সৌগত

291 views
A+A-
Reset

ডেস্ক: ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের রায়ে যথেষ্ট অখুশি রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনাচিন্তাও চলছে।রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি। সিবিআই-সিট তদন্তের নির্দেশ নিয়ে প্রতিক্রিয়া দিল তৃণমূল কংগ্রেস।


তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ”দল পুরোটা বিচার করার পরও আইনি পদক্ষেপ নেওয়া হবে। হাইকোর্টের রায় নিয়ে আইনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পরই দলের বক্তব্য জানানো হবে। বিজেপির শাখা সংগঠনের মত কাজ করেছে NHRC। ভোটে হেরে NHRC কে ব্যবহার করেছে বিজেপি। ত্রিপুরার সন্ত্রাসে NHRC কোথায় ছিল?  NHRC-র রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমাদের শীর্ষ নেতৃত্ব পুরোটা খতিয়ে দেখবে।  আইনের পথ খোলা রয়েছে। গণতান্ত্রিক পথেই বাকি পথ চলা হবে।” 

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট


সাংসদ সৌগত রায় বলেন, “আমি এই রায়ে অখুশি। কারণ, আইনশৃঙ্খলা যা পুরোপুরি রাজ্যের বিষয় সেটার মাঝে বারবার সিবিআইয়ের (CBI) চলে আসা কাম্য নয়। রাজ্য সরকার নিশ্চয়ই এর বিচার করবে এবং প্রয়োজন মনে করলে আপিলে যাবে। যদি রায় বলবৎ থাকে তাহলে সিবিআই বা সিট যা তদন্ত করার করবে। কিন্তু আমি মনে করছি এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার আবেদন করবে। এটাকে আটকানোর চেষ্টা করা হবে। বিজেপি জনগণের আদালতে হেরে গিয়ে এখন হাই কোর্টের আশ্রয় নিয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। 


তবে সূত্রের খবর, আপাতত হাইকোর্টের রায় খুঁটিয়ে দেখছে রাজ্য সরকার। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হতে পারে সূত্রের খবর। রাজ্য সরকারের তরফে অবশ্য এখনও মুখ খোলা হয়নি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.