প্রথম পাতা খবর রবিবার ৮ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, যান চলাচলে বড় পরিবর্তন

রবিবার ৮ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, যান চলাচলে বড় পরিবর্তন

33 views
A+A-
Reset

নাগরিক নিরাপত্তার স্বার্থে ফের সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে Vidyasagar Setu। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী রবিবার, ১৮ জানুয়ারি সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এই সেতু। ওই সময় কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না বলে জানানো হয়েছে।

শুক্রবার Kolkata Police-এর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিতীয় হুগলি সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল ও বিয়ারিং বদলানোর কাজ হতে পারে। সেই কারণেই সাময়িকভাবে সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সময় বিদ্যাসাগর সেতুমুখী যানগুলিকে বিকল্প পথে চালানো হবে। জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড ধরে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে যানবাহন Howrah Bridge ব্যবহার করে হাওড়ার দিকে যেতে পারবে। এছাড়াও হেস্টিংস ক্রসিং থেকে কেপি রোডের দিকেও যান চলাচলের ব্যবস্থা থাকবে। জেএন আইল্যান্ড দিক থেকে আসা গাড়িগুলিকে ১১ ফারলং গেট হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। দুপুর ১টার পর ফের খুলে দেওয়া হবে বিদ্যাসাগর সেতু।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.