প্রথম পাতা খবর রবিবার সাড়ে ১৭ ঘণ্টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে, জানুন বিকল্প রুট

রবিবার সাড়ে ১৭ ঘণ্টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে, জানুন বিকল্প রুট

181 views
A+A-
Reset

রবিবার ভোর থেকে কার্যত অচল হতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে। হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, ভোর ৪টে থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মোট ১৭ ঘণ্টা ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকবে এই দুই গুরুত্বপূর্ণ পথে।

দ্বিতীয় হুগলি সেতুতে এদিন কেবল মেরামতির কাজ হবে। দায়িত্বে রয়েছে হুগলি রিভার্স ব্রিজ় কমিশনার্স (এইচআরবিসি)। পাশাপাশি কোনা এক্সপ্রেসওয়েতে সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে ‘এলিভেটেড করিডর’-এর জন্য স্টিলের বিম বসানোর কাজ করা হবে। যেহেতু ছুটির দিন, তাই এই সময়কে বেছে নেওয়া হয়েছে।

বিকল্প রুটের ব্যবস্থা

পুলিশ সূত্রে জানা গেছে, যানজট এড়াতে ইতিমধ্যেই বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছে—

  • কোলাঘাট থেকে কলকাতামুখী যানবাহন: ধুলাগড়–নিবড়া–সলপ–পাকুড়িয়া–সিসিআর সেতু হয়ে নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে।
  • ডানকুনি থেকে কলকাতামুখী যানবাহন: সরাসরি নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে।
  • কলকাতা থেকে হাওড়ামুখী যানবাহন: রবিবার হাওড়া ব্রিজ় বা নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে।
  • কোলাঘাটগামী যানবাহন (পণ্যবাহী বাদে): কাজীপাড়া–জিটি রোড–আন্দুল রোড–আলমপুর হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ব্যবহার করতে হবে।
  • ডানকুনিগামী যানবাহন (পণ্যবাহী বাদে): শৈলেন মান্না সরণি ধরে শানপুর মোড়, হাওড়া-আমতা রোড, সলপ হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরতে হবে।
  • নিবড়া থেকে সাঁতরাগাছি স্টেশনমুখী ছোট যানবাহন: জগাছা-মহিয়াড়ি রোড ব্যবহার করতে হবে।

হাওড়া সিটি পুলিশের ডিসি (ট্রাফিক) সুজাতা বীণাপাণি জানিয়েছেন, কোলাঘাট ও ডানকুনি দিকের সমস্ত যানবাহনকে মূলত নিবেদিতা সেতু দিয়ে ঘোরানো হবে। এছাড়া অনেক গাড়িকে হ্যাংস্যাং ক্রসিং, বেলেপোল, শৈলেন মান্না সরণি, হাওড়া-আমতা রোড হয়ে ডোমজুড় ও ডানকুনির দিকে ঘোরানো হবে। কিছু যানবাহনকে বালি ও মাইতিপাড়া দিয়েও রুট বদলানো হবে।

তিনি আরও বলেন, “রাত সাড়ে ৯টার পর থেকে ফের রাস্তা খুলে দেওয়া হবে। তখন আর কোনও বিধিনিষেধ থাকবে না।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.