প্রথম পাতা খবর চাঁদের মাটি থেকে কিছুটা উঠে আবারও অবতরণ করল ল্যান্ডার বিক্রম, গড়ল আরেক নজির

চাঁদের মাটি থেকে কিছুটা উঠে আবারও অবতরণ করল ল্যান্ডার বিক্রম, গড়ল আরেক নজির

308 views
A+A-
Reset

নয়াদিল্লি: গত ২৩ আগস্ট চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করেছিল ইসরোর চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। তার পর থেকে একের পর এক সাফল্য পেয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এ বার এল আরেক বড়োসড়ো সাফল্য।

ইসরোর তথ্য অনুযায়ী, চন্দ্রপৃষ্ঠে আবার একবার সফট ল্যান্ডিং করে দেখিয়েছে বিক্রম। ইঞ্জিন চালু করে চাঁদের মাটি থেকে প্রায় ৪০ সেন্টিমিটার উপরে ওঠে ল্যান্ডার। কিছুক্ষণ পর ফের অবতরণ। আগের অবস্থান থেকে প্রায় ৩০ থেকে ৪০ সেন্টিমিটার দূরে সফট ল্যান্ডিং করে বিক্রম।

এই উল্লেখযোগ্য সাফল্য ভবিষ্যতে কোনো চন্দ্র মিশনের ক্ষেত্রে ফেরত আসার প্রক্রিয়া এবং চাঁদে সম্ভাব্য মানব অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশ করছে। হপ এক্সপেরিমেন্টের সফল প্রয়োগ ল্যান্ডারের চন্দ্র ভূখণ্ডে চলাচল এবং পরিচালনা করার ক্ষমতার একটি দৃষ্টান্তমূলক প্রদর্শন। যা ভবিষ্যতের অনুসন্ধানী মিশনকে আরও শক্তিশালী করে তুলবে।

হপ এক্সপেরিমেন্টের পর, বিক্রম ল্যান্ডারের সমস্ত সিস্টেম মোটের উপর ভালো কাজ করছে বলে জানা গেছে। এই পরীক্ষার সাফল্য ভারতের মহাকাশ অনুসন্ধান যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.