প্রথম পাতা খবর হরিয়ানা বিধানসভা ভোটের আগে রাজনীতিতে যোগ দিচ্ছেন ভিনেশ ফোগট? কী বললেন কুস্তিগির

হরিয়ানা বিধানসভা ভোটের আগে রাজনীতিতে যোগ দিচ্ছেন ভিনেশ ফোগট? কী বললেন কুস্তিগির

290 views
A+A-
Reset

শনিবার কুস্তিগির ভিনেশ ফোগট পৌঁছালেন শম্ভু সীমান্তে কৃষকদের প্রতিবাদস্থলে। শম্ভু সীমান্ত, যা অম্বালা সংলগ্ন, সেখানে ১৩ ফেব্রুয়ারি থেকে কৃষকরা তাঁদের দাবির সমর্থনে প্রতিবাদ করছেন। যদিও ভিনেশ ফোগটের রাজনীতিতে প্রবেশ নিয়ে জল্পনা চললেও, তিনি এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত রইলেন এ দিন।

উল্লেখ্য, হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য ৫ অক্টোবর ভোটগ্রহণের কথা রয়েছে, যেখানে ৯০টি আসনে নির্বাচন হবে।

শম্ভু সীমান্তে ভিনেশ ফোগট রাজনীতিতে প্রবেশের প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন, “আমি এ নিয়ে কথা বলতে চাই না। আমি আমার পরিবারের সদস্যদের (কৃষকদের) সঙ্গে দেখা করতে এসেছি, এবং যদি আপনি এটিকে ঘুরিয়ে দেন, তবে তাঁদের লড়াই এবং সংগ্রাম বিফল হবে। ফোকাস আমার উপর নয়, কৃষি সম্প্রদায়ের উপর থাকা উচিত। আমি একজন ক্রীড়াবিদ এবং ভারতের নাগরিক, নির্বাচন আমার চিন্তার বিষয় নয়। আমার একমাত্র লক্ষ্য কৃষকদের কল্যাণ।”

৩১ আগস্ট কৃষকদের এই আন্দোলন ২০০তম দিনে পৌঁছেছে।

এর আগে, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা ভূপিন্দর সিংহ হুডা ভিনেশ ফোগটের কংগ্রেসে যোগদানের বিষয়ে জল্পনাকে “কাল্পনিক প্রশ্ন” হিসেবে উল্লেখ করে তা নস্যাৎ করেন।

কৃষক আন্দোলন প্রসঙ্গে ভিনেশ ফোগট বলেন, “যখন মানুষ কোনো সমস্যা তুলে ধরে, তখন তা রাজনীতি, ধর্ম বা সম্প্রদায়ের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। সরকারকে আমাদের পরিবারের (কৃষকদের) কথা শুনতে হবে। তাঁদের কথা বলার এবং মতামত প্রকাশের অধিকার থাকা উচিত। কৃষকদের দাবিগুলি ন্যায়সঙ্গত, কারণ আমি কৃষক পরিবার থেকে এসেছি এবং জানি আমার মা কীভাবে আমাকে বড় করেছেন।”

শনিবার, কৃষক নেতা সর্দার সর্ন সিং পান্ধের দাবি করেন যে, কৃষক আন্দোলন ১৩ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে চলছে এবং তাঁরা ১৫ সেপ্টেম্বর জিন্দে এবং ২২ সেপ্টেম্বর পিপলিতে একটি মহাপঞ্চায়েত আয়োজন করতে চলেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.