প্রথম পাতা খবর ভোট পরবর্তী হিংসা মামলা: সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য, ক্যাভিয়েট দাখিল মামলাকারীর

ভোট পরবর্তী হিংসা মামলা: সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য, ক্যাভিয়েট দাখিল মামলাকারীর

294 views
A+A-
Reset

ডেস্ক: ভোট পরবর্তী হিংসা মামলায় খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাতে, বা শুক্রবার সকালেই সুপ্রিম কোর্টে নতুন আরেকটি পিটিশন দায়ের করা হতে পারে। এই অবস্থায় শীর্ষ আদালতে যাতে কোনও ভাবেই একতরফা শুনানি না হয়, সেটা নিশ্চিত করতে আগাম ক্যাভিয়েট দাখিল করে রাখলেন জনস্বার্থ মামলার মামলাকারী।


হাইকোর্টে ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে যে দুই আইনজীবী মামলা করেছিলেন, তাঁরাই সুপ্রিম কোর্টে এই ক্যাভিয়েট দাখিল করেছেন। মামলাকারী দুই আইনজীবীর নাম, অনিন্দ্য সুন্দর দাস ও প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করার অর্থ, এ বার কোনও মামলায় শুধু রাজ্যকে রেখে একতরফা শুনানি করা যাবে না।

আরও পড়ুন: ‘ভোট পরবর্তী অশান্তি’ মামলার রায়ে ‘খুশি নন’ সৌগত


তৃণমূল যখন শীর্ষ আদালতে যাওয়ার ভাবনাচিন্তা করছে তখন আগেভাগে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন মামলাকারীর আইনজীবী। মামলাকারীদের বাদ দিয়ে যাতে শুনানি না হয় সে জন্য আগাম আর্জি করা হয়েছে। 


ভোট পরবর্তী হিংসার মামলায় বৃহস্পতিবার হাইকোর্টে সজোরে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। ধর্ষণ ও খুনের ঘটনাগুলির তদন্তভার তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে। অন্যদিকে, বাকি হিংসার ঘটনার তদন্তের জন্য রাজ্য পুলিশের তিন সদস্যের একটি সিট গঠন করা হয়েছে। দুই দলকেই আগামী ৬ সপ্তাহের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলেছে আদালত।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.