প্রথম পাতা খবর সেনাপ্রধানের আশ্বাসই সার! বিক্ষোভের আঁচে পুড়ছে বাংলাদেশ

সেনাপ্রধানের আশ্বাসই সার! বিক্ষোভের আঁচে পুড়ছে বাংলাদেশ

321 views
A+A-
Reset

সেনাপ্রধানের আশ্বাসই সার। অশান্তি কমছেই না বাংলাদেশে। বিক্ষোভের আঁচে পুড়ছে প্রতিবেশী দেশ।

মিডিয়া রিপোর্টে প্রকাশ, একের পর এক আওয়ামি লিগের নেতা, মন্ত্রী, সদস্যের বাড়িতে চলছে হামলা। পুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগ্নিসংযোগ, হত্যার খবর পাওয়া যাচ্ছে। সাতক্ষীরায় আওয়ামি লিগ নেতার ৫ আত্মীয়-সহ নিহত ১৪। বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে, সাতক্ষীরায় নিহত ব্যক্তিদের মধ্যে বিএনপির দুজন আছেন। বাকিদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। এ সময় একাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এ দিকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, বাংলাদেশে সরকারি ভবন এবং পুলিশের উপরে হামলা হচ্ছে। অশান্ত বাংলাদেশে সংখ্যালঘুদের উপরও হামলা হয়েছে।

অন্যদিকে, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশনগুলোর রাষ্ট্রদূতেরা সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের ওপর হামলার খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন। তাঁরা চলমান ছাত্র আন্দোলনে যুক্তদের পাশাপাশি অন্যরা সংখ্যালঘুদের সুরক্ষার যে উদ্যোগ নিয়েছেন, তাকে স্বাগত জানিয়েছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.