আজ, বুধবার বিশ্বকর্মা পুজোর সকালে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, “সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা। এবারে আমরা পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোতে রাজ্য সরকারি ছুটি ঘোষণা করেছি।”
রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল যে, এবারের বিশ্বকর্মা পুজোয় সরকারি ছুটি থাকবে। পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
সম্প্রতি ভিনরাজ্যে বাংলায় কথা বলায় শ্রমিকদের হেনস্তার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়েছে রাজনীতি। মুখ্যমন্ত্রী নিজে পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন এবং পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার আহ্বান জানিয়েছেন। শ্রমিকদের পুনর্বাসনের জন্য তিনি চালু করেছেন ‘শ্রমশ্রী’ প্রকল্প। এই প্রকল্পে রাজ্যে ফিরে আসা শ্রমিকরা যতদিন কাজ না পাচ্ছেন, ততদিন প্রতি মাসে ৫ হাজার টাকা ভাতা পাবেন। এছাড়াও স্বাস্থ্যসাথী-সহ রাজ্যের অন্যান্য পরিষেবামূলক প্রকল্পের সুবিধাও মিলবে তাঁদের।
পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানো এবং তাঁদের সম্মান জানানোর বার্তা স্পষ্ট করতে বিশ্বকর্মা পুজোয় সরকারি ছুটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।