প্রথম পাতা খবর এ বছরও বসন্ত উৎসব করছে না বিশ্বভারতী, দোলের দিন বিধিনিষেধ

এ বছরও বসন্ত উৎসব করছে না বিশ্বভারতী, দোলের দিন বিধিনিষেধ

861 views
A+A-
Reset

শান্তিনিকেতন: এ বারও শান্তিনিকেতনে দোলের দিন হচ্ছে না ঐতিহ্যবাহী বসন্ত উৎসব। বৃহস্পতিবার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ সূত্রে খবর। ঠিক হয়েছে, দোলের পর কোনো একদিন বিশ্বভারতী কর্তৃপক্ষ ছাত্রছাত্রী, অধ্যাপক, কর্মী এবং আশ্রমিকদের নিয়ে বসন্ত উৎসব করবে। সেখানে বহিরাগতদের প্রবেশের অনুমতি থাকবে না।

ইতিমধ্যেই বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দিয়েছে। বিশাল জনসমাগমে যাতে ঐতিহ্য ক্ষেত্রগুলো যাতে নষ্ট না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার বীরভূম জেলার পুলিশ প্রশাসনের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। ছিলেন উপাচার্য-সহ কলেজের অন্যান্য বিভিন্ন ভবনের অধ্যক্ষ, আধিকারিকরা। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্বভারতীর পাঠভবন অধ্যাপক কিশোর ভট্টাচার্য জানান, এ বার দোলের দিন বসন্ত উৎসব হচ্ছে না। সাধারণ পর্যটক, ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত। দোলের পরে একটা দিনে বিশ্বভারতী ঐতিহ্য মেনে বসন্ত উৎসব আয়োজন করবে।

প্রসঙ্গত, বিশ্বভারতীতে শেষবার বড় আকারে বসন্ত উৎসব হয়েছিল ২০১৯ সালে। এর পরে দু’বছর অতিমারি এবং পরের দুই বছর অন্য কারণ দেখিয়ে বসন্ত উৎসব করেনি বিশ্বভারতী। গত বছর বসন্ত উৎসবের পরিবর্তে বসন্ত বন্দনা হয়েছিল। সেই অনুষ্ঠানে পর্যটক-সহ বাইরের কারও প্রবেশ নিষিদ্ধ ছিল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.