প্রথম পাতা খবর বিশ্বভারতীতে মেয়াদ শেষ বিদ্যুৎ চক্রবর্তীর, দায়িত্বে সঞ্জয়কুমার মল্লিক

বিশ্বভারতীতে মেয়াদ শেষ বিদ্যুৎ চক্রবর্তীর, দায়িত্বে সঞ্জয়কুমার মল্লিক

375 views
A+A-
Reset

মেয়াদ শেষ হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। উপাচার্য হিসাবে তাঁর শেষ দিন ছিল বুধবার। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য হলেন সঞ্জয়কুমার মল্লিক।

বিশ্বভারতীয় উপাচার্য হিসাবে বারবার বিতর্কে জড়িয়েছিলেন বিদ্যুৎ। একাধিক বিষয়ে আশ্রমিক, রাজ্য সরকারের সঙ্গে মতানৈক্য তৈরি হয়েছিল তাঁর। এমনকি তাঁর আমলে বিশ্বভারতীয় বেশ কিছু পদক্ষেপ নিয়ে অসন্তোষও দেখা গিয়েছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

বিদ্যুতের মেয়াদ শেষ হওয়ায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে উঠে এসেছে সঞ্জয়কুমার মল্লিকের নাম। কলাভবনের অধ্যক্ষ সঞ্জয় বিশ্বভারতীর কর্মসমিতিরও সদস্য। তাই বিদ্যুতের মেয়াদ শেষে বিশ্বভারতী অ্যাক্ট অনুযায়ী, সবচেয়ে প্রবীণ অধ্যাপক হিসাবে উপাচার্যের ভার নিলেন তিনি। আগামীকাল, বৃহস্পতিবার থেকে বিশ্বভারতীর দায়িত্বভার তিনি সামলাবেন বলে জানা গিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্রে।

উল্লেখ্য, পাঁচ বছর আগে দেশের অন্যতম ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব হাতে তুলে নিয়েছিলেন৷ তারপর থেকে একের পর এক বিতর্ক। কখনও রাজ্য সরকারের সঙ্গে সংঘাত, কখনও তাঁর বাসভবনের সামনে ছাত্রছাত্রীদের ধর্না। এমনকি, সহকর্মীদের সঙ্গে সংঘাতও গড়িয়েছে আদালতের দোরগোড়ায়। উপাচার্য হিসাবে বিদ্যুতের শেষ দিনেও ছিল বিক্ষোভের আশঙ্কা৷ গোটা শান্তিনিকেতন চত্বরে মোতায়েন ছিল পুলিশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.