প্রথম পাতা খবর পাঞ্চেতে বাড়ল জল ছাড়ার পরিমাণ, মাইথনে রইল অপরিবর্তিত

পাঞ্চেতে বাড়ল জল ছাড়ার পরিমাণ, মাইথনে রইল অপরিবর্তিত

236 views
A+A-
Reset

আসানসোল: মাইথন জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ অপরিবর্তিত থাকলেও, পাঞ্চেত থেকে শুক্রবার আরও কিছুটা জল ছাড়ার সিদ্ধান্ত নিল দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি (ডিভিআরআরসি)। বৃহস্পতিবারের মতো এদিনও মাইথন থেকে দুপুরের পর ৬ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে, তবে পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে ২৭ হাজার কিউসেক করা হয়েছে।

ডিভিআরআরসির সদস্য সচিব শশী রাকেশ জানিয়েছেন, শুক্রবার দুপুর সাড়ে বারোটা থেকে মাইথন ও পাঞ্চেত দুই জলাধার মিলিয়ে মোট ৩৩ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। বৃহস্পতিবার সকালে দুই জলাধার থেকে মোট ২২ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল, এবং বিকেলের দিকে সেই পরিমাণ বাড়িয়ে ২৬ হাজার কিউসেক করা হয়েছিল। এদিনের হিসাবে, বৃহস্পতিবারের তুলনায় ৭ হাজার কিউসেক বেশি জল ছাড়া হয়েছে।

ডিভিসি সূত্রে খবর, এই মুহূর্তে মাইথন জলাধারের জলস্তর ৪৮৭ ফুটে এবং পাঞ্চেতের জলস্তর ৪১৭ ফুটে রয়েছে। মাইথনের বিপদসীমা হল ৪৯৫ ফুট এবং পাঞ্চেতের ৪২৫ ফুট। অর্থাৎ, দুই জলাধারের জলস্তর বিপদসীমার প্রায় ৮ ফুট নিচে রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পরিমাণ জলই ছাড়া হবে বলে জানানো হয়েছে।

জল ছাড়ার ফলে নদী তীরবর্তী এলাকাগুলিতে প্রশাসন সতর্কবার্তা জারি করেছে, এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.