প্রথম পাতা খবর জল যন্ত্রণা শিলিগুড়িতে, সমস্যা সমাধানে একগুচ্ছ পদক্ষেপ

জল যন্ত্রণা শিলিগুড়িতে, সমস্যা সমাধানে একগুচ্ছ পদক্ষেপ

319 views
A+A-
Reset

শিলিগুড়ি: পানীয় জলের সমস্যায় জেরবার শিলিগুড়ি। শুক্রবারও শিলিগুড়িতে জলের জন্য লম্বা লাইন। জলের জন্য ভোগান্তি নিরসনে একাধিক পদক্ষেপ নিয়েছে পুরসভা। নড়েচড়ে বসেছে নবান্নও। তবে, সেটা পর্যাপ্ত নয় বলে দাবি করছেন স্থানীয়রা।

শিলিগুড়ি পুর এলাকার বাসিন্দাদের পানীয় জলের চাহিদা মেটাতে মোবাইল ট্রিটমেন্ট ইউনিট (এমটিউই)-এর গাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে। যত দিন না শিলিগুড়ি পুর এলাকায় পানীয় জল সরবরাহ স্বাভাবিক হচ্ছে, তত দিন এই গাড়িগুলি মোতায়েন থাকবে।

শুক্রবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, শিলিগুড়ির জল সঙ্কট মোকাবিলার জন্য পাউচ এবং জলের ট্যাঙ্কের পরিমাণও বাড়ানো হচ্ছে। এত দিন দিনে এক লক্ষ পানীয় জলের পাউচ শিলিগুড়িতে বিলি করছিল পুরসভা। এ বার থেকে দুই থেকে তিন লক্ষ পাউচ বিলি করার বন্দোবস্ত করা হবে। এ ছাড়া, এত দিন শিলিগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ২৬টি জলের ট্যাঙ্ক পাঠাচ্ছিল পুরসভা। সেই সংখ্যা বাড়িয়ে ৫৭ করা হচ্ছে।

প্রসঙ্গত, বুধবার রাতে মেয়র ঘোষণা করেন, পুরসভার সরবরাহ করা জল পানের অযোগ্য। শিলিগুড়িবাসীকে ওই জল খেতে নিষেধ করা হয়। এর পরই পানীয় জলের জন্য কার্যত হাহাকার পড়ে যায় কোথাও কোথাও। এ দিকে, পুরসভার তরফে বলা হয়েছে, ২ তারিখ বিকেলের মধ্যে জলের সমস্যা মেটানো যাবে বলে তারা আশাবাদী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.