প্রথম পাতা খবর কেন্দ্রের শিক্ষানীতি মানবে না বাংলা, তৈরি হচ্ছে নিজস্ব শিক্ষানীতি

কেন্দ্রের শিক্ষানীতি মানবে না বাংলা, তৈরি হচ্ছে নিজস্ব শিক্ষানীতি

275 views
A+A-
Reset

কেন্দ্র বনাম রাজ্য। ফের একবার কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতের পথে গেল বাংলা। এবার এই নতুন সংঘাতের নিউক্লিয়াস হল কেন্দ্রীয় শিক্ষানীতি। রাজ্যের বক্তব্য, কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার যেভাবে কেন্দ্রীয় শিক্ষানীতিতে একের পর এক বদল আনছে এবং কেন্দ্রের শিক্ষানীতির গৈরিকিকরণ চলছে, সেই শিক্ষানীতি কোনোভাবেই মেনে নেবে না রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার।

রাজ্যের তরফে পরিষ্কার করে দেওয়া হয়েছে, এবার রাজ্যের উদ্যোগে গড়ে তোলা হবে একেবারে নিজস্ব ও স্বতন্ত্র শিক্ষানীতি। যা হবে একান্তই বাংলার নিজস্ব শিক্ষানীতি।

বাংলার জন্য যে নতুন ও পৃথক শিক্ষানীতি গড়ে তোলা হবে, সেই উপলক্ষ্যে ইতিমধ্যেই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দশ সদস্যের এই উচ্চ পর্যায়ের কমিটিতে যেমন থাকছেন কয়েকজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ, তেমনি রয়েছে নৃসিংহ প্রসাদ ভাদুড়ীর মতন এই বাংলারই বেশ কয়েকজন শিক্ষাবিদের নামও। জানা গিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই দশ সদস্যের এই উচ্চ পর্যায়ের কমিটি রাজ্যকে এই বিষয়ে একটি রিপোর্ট জমা দেবে। আর সেই রিপোর্টের উপরে ভিত্তি করেই গড়ে তোলা হবে এবার রাজ্যের একেবারে নিজস্ব শিক্ষানীতি।

বলাই বাহুল্য যে, রাজ্যের এই পদক্ষেপের জেরে কেন্দ্র রাজ্য সম্পর্ক আগামীদিনে আরও বেশি তিক্ত হয়ে ওঠার সমূহ সম্ভাবনা। এখন দেখার বিষয় এটাই যে, রাজ্যের এই নতুন শিক্ষানীতি নিয়ে কী বলছে কেন্দ্রের বিজেপি সরকার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.