আগামী ৫ এবং ৬ জুলাই, দুই দিন ‘সারা বাংলায় জল বন্ধ’ (কর্মবিরতি)-র ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (ডিএ), বকেয়া ডিএ-সহ একগুচ্ছ দাবিতে এই কর্মসূচির ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন।
যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, জনস্বাস্থ্য কারিগরি দফতরের অধীনস্থ পরিশুদ্ধ পানীয় জয় সরবরাহের সঙ্গে যুক্ত অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণ, সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, “জনস্বাস্থ্য কারিগরি দফতরের অধীনে অস্থায়ী কর্মীদের জীবন এবং জীবিকা সমস্যায় রয়েছে, কারণ সরকার তাদের নিয়মিত বেতন দিচ্ছে না। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবির পাশাপাশি এই দফতরের কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার দাবিও রয়েছে।”
জানা গিয়েছে, জনস্বাস্থ্য কারিগরি দফতরের অধীনস্থ পরিশুদ্ধ পানীয় জয় সরবরাহের সঙ্গে যে কর্মচারীরা যুক্ত থাকবেন, তাঁরা ওই দু’দিন কোনো কাজ করবেন না। তাঁরা পাম্প চালাবেন না বলে জানা গিয়েছে।