প্রথম পাতা খবর স্পিকারের এক্তিয়ারে হস্তক্ষেপ! মুকুল-মামলার জল গড়াতে পারে সুপ্রিম কোর্টে

স্পিকারের এক্তিয়ারে হস্তক্ষেপ! মুকুল-মামলার জল গড়াতে পারে সুপ্রিম কোর্টে

321 views
A+A-
Reset

সুপ্রিম কোর্টে যেতে পারেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

ডেস্ক: হাইকোর্ট চত্ত্বর ছাড়িয়ে এ বার মুকুল-মামলার জল গড়াতে পারে সুপ্রিম কোর্টে। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ এবং তাঁকে পিএসি চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবিতে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সেই মামলায় মুকুলের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিধানসভার স্পিকারকে সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। সূত্রের খবর, এই ঘটনায় নিজের এক্তিয়ারে হস্তক্ষেপ করা হচ্ছে কি না, তা নিয়েই সর্বোচ্চ আদালতে যেতে পারেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

মুকুলকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা নিয়ে আপত্তি জানায় বিজেপি। আর এই আপত্তি জানিয়ে আদালতে মামলা করেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। সেই মামলার প্রেক্ষিতেই গত ২৮ সেপ্টেম্বর স্পিকারকে বিশেষ নির্দেশে দেয় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

মুকুলের পিএসি চেয়ারম্যান পদ বাতিল নিয়ে পিটিশনের বিষয়ে অধ্যক্ষ কী পদক্ষেপ ও সিদ্ধান্ত নিয়েছেন, তা জানানোর সময় বেঁধে দেয় হাইকোর্ট। বলা হয়, আগামী ৭ অক্টোবরের মধ্যে বিধানসভার স্পিকার তা আদালতকে জানাবেন। নির্ধারিত দিনের মধ্যে যদি স্পিকার কোনো সিদ্ধান্ত না নেন, তা হলে পরবর্তী পদক্ষেপ করার কথা ভাববে হাইকোর্ট।

জানা যায়, আদালতের ওই নির্দেশের পর আইনজীবীদের সঙ্গে একপ্রস্ত আলোচনা করেছেন বিধানসভার শীর্ষ আধিকারিকরা। সেই বিষয়টিকে হাতিয়ার করেই সুপ্রিম কোর্টে যাওয়া হতে পারে।

আরও পড়ুন: রেকর্ড ভেঙে বিশাল জয়ের পর বিধায়ক পদে কবে শপথ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

উল্লেখ্য, মুকুলকে পিএসি চেয়ারম্যান করা নিয়ে বিজেপির অভিযোগ, ওই পদে মুকুলকে নিয়োগ করতে গিয়ে বিধানসভার কার্যবিধির ৩০২ ধারা লঙ্ঘন করা হয়েছে। এ রাজ্যে আগে এমন নজির নেই। বিগত ৫৪ বছর ধরে বিরোধী দলের নেতাকে পিএসি চেয়ারম্যান নিযুক্ত করার ঐতিহ্য রয়েছে। কিন্তু মুকুল বিজেপির মনোনীত প্রতিনিধি নন।

বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তরে বিজেপির প্রতীকে জিতে বিধায়ক হলেও গত ১১ জুন তৃণমূলে ফিরেছেন মুকুল। বিরোধী দলের বিধায়ক অম্বিকার দাবি, পিএসির শীর্ষ পদে দলত্যাগী মুকুলের নিয়োগ ‘অবৈধ’। প্রথা অনুযায়ী, ওই পদ বিরোধী দলের প্রাপ্য।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.