কলকাতা: আজ বিধানসভায় বাজেট অধিবেশনে হাওড়া পুরসভার সংশোধনী বিল পেশ করা হবে। তার পর তা নিয়ে হবে আলোচনা। বুধবার রাজ্য বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
হাওড়া পুরসভা থেকে বালি পুরসভাকে পৃথক করা নিয়ে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সময়ে বিল পাশ হয়েছিল। কিন্তু তা রাজভবনের অনুমোদন পায়নি। ফলে হাওড়া ও বালির ভোটও আটকে রয়েছে। নতুন করে সেই বিল পাশ করাতে চলেছে রাজ্য সরকার।
সোমবার প্রথামাফিক শোকপ্রস্তাব গ্রহণের পরেই প্রথম দিনের বাজেট অধিবেশন মুলতুবি হয়ে যায়। সম্প্রতি প্রয়াত বিশিষ্টদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোকপ্রস্তাব পাঠ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রসঙ্গত, রাজ্যে একের পর এক জনমুখী প্রকল্প চালাচ্ছে সরকার। ছাত্রছাত্রী থেকে শুরু করে বাড়ির মহিলা, প্রায় সকলের জন্যই কোনও না কোনও প্রকল্প রয়েছে রাজ্যের। তার জন্য বিগত বাজেটগুলিতে বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দও করা হয়েছছে রাজ্যের তরফে। আর এবার সামনেই লোকসভা নির্বাচন। সেক্ষেত্রে তার আগে রাজ্যবাসীর জন্য নতুন কোনও খাতে অর্থ বরাদ্দ হয় কি না, বা অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হয় কি না, সেই দিকেও নজর সকলের।