কলকাতা: জুনিয়র ডাক্তারদের অনশনের মধ্যে শনিবার আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে সিজিও কমপ্লেক্সে অভিযান চালাল নারগিক সমাজ। করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত একটি মিছিলের আয়োজন করে একাধিক নাগরিক মঞ্চ। এতে অংশগ্রহণ করেন সাধারণ মানুষ। বিচার প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করার দাবি জানান।
গত ৯ আগস্ট আরজি করের সেমিনার হল থেকে এক মহিলা ডাক্তারের মৃতদেহ উদ্ধার হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়। এ ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়, পরে সিবিআই তদন্তে আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে।
সিবিআই চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে একমাত্র ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম উল্লেখ করেছে, যা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এই পরিস্থিতিতে শনিবার নাগরিক সমাজের সদস্যরা সিজিও কমপ্লেক্সের সামনে এসে প্রতিবাদ জানান। সেখানে বিধাননগর পুলিশ কমিশনারেট ব্যারিকেড করে মিছিল আটকে দেয়, কিন্তু প্রতিবাদকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেননি।
স্মারকলিপি তুলে দিয়ে প্রতিনিধি দলের সদস্যরা জানান, “এই মামলার তদন্তে যুক্ত কোনো সিবিআই আধিকারিক ছিলেন না। সিবিআইয়ের ভূমিকায় আমরা মর্মাহত।” তাঁরা আগামী সোমবার পুনরায় সিজিও কমপ্লেক্সে আসার ইঙ্গিত দিয়েছেন। নাগরিক সমাজের প্রতিনিধিদের প্রশ্ন, অতীতে অন্যান্য মামলায় সিবিআই ব্যর্থ হয়েছে, এবারও কি সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটবে?