কলকাতা: বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠক হয়। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘‘আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলব না। বলব, যো হামারি সাথ, হাম উনকা সাথ। সব কা সাথ, সব কা বিকাশ বন্ধ করো।’’
বলে রাখা ভালো , ২০১৪ সালে ক্ষমতায় এসে ‘সবকা সাথ সবকা বিকাশ’ স্লোগান দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের পর দলের পর্যালোচনা বৈঠকে সেই স্লোগান বদলের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পরে বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের নিয়ে প্রথম বড় আকারে বৈঠক এটি। সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর। ছিলেন অতীত এবং বর্তমান রাজ্য সভাপতিরা। ছিলেন বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। তাঁদের সামনেই শুভেন্দু ওই বক্তব্য পেশ করেন।
একদিকে তিনি যেমন জানিয়ে দিলেন সবকা সাথ সবকা বিকাশ তিনি আর চান না, অন্যদিকে তিনি স্পষ্ট করে দিলেন, সংখ্যালঘু মোর্চা চাই না। বক্তৃতার একেবারে শেষে বলেন, ‘‘নো নিড ফর সংখ্যালঘু মোর্চা।’’ একই সঙ্গে রাজ্যে উপদ্রুত এলাকা আইন লাগু করে ভোট করানোর দাবি তুলে দিলেন।